বদলে গেছে বাংলার প্রকৃত রুপ নগরায়নের তোড়ে, গ্রাম
বাংলার প্রকৃত রুপ এখন যাদু ঘরে, চার দেয়ালে মাঝে
ঘুরপাক খাচ্ছে!


বিস্তৃর্ণ সবুজ মাঠ, জোপ-জঙ্গল, ছোট ছোট টিলা, শালবন,
প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য আর দেখা যায় না। দেখা যায়  
না, প্রামে নৌকা বাইচ, নদীতে পাল তোলা নৌকার সারি,
গরুর পাল, রাখালের বাঁশির সুর, পুকুরে দামাল ছেলেদের
গোসল করার ধুম, ভোরের সুর্য উঠার আগে কৃষকের কাঁধে  
নাঙ্গল জোঁয়াল হালের বলদ নিয়ে মাঠে ছুটে যাওয়া।


শীতকালের উৎসব যেমন, পিঠা পুলি খাওয়ার ধুম,খাল-বিল,
হাওড়-বাওড়ে মাছ ধরার প্রতিযোগীতা, রাতের অন্ধকারে
জোনাকীরা আর আগের মত জ্বলে না, ভুত-পেতনীর ভয় কেউ
আর পায় না।


গ্রামীন পরিবেশ আগের মত নাই, বিভিন্ন উৎস পার্বনে মানুষের
আগের মত উৎসাহ নাই, প্রাকৃতিক সব কিছু যেন নগরায়ের গর্ভে
প্রবেশ করেছে, মানুষ কেমন যেন, আত্মকেন্দ্রীক, প্রেম ভালবাসা  
যেন মনে হয় সব মেকী, ভরসা করতে ভয় হয়।


এমন সভ্যতা, আধুনিকতা, নগরায়ন আমি চায় না, আমি ফিরে
চা্ই আগের মত প্রকৃতির সৌন্দর্য! আমি কি ফিরে পাব আমার
জীবদ্দসায়! আমার জন্মভুমি মা, আগের রুপে কি ফিরবে কখনো!
সেকি তার আসল রুপ ফিরে পাবে?