সুর্য ডুবে বর্তমান কে সাথে নিয়ে
রেখে যায় অতীত !
হাতছানি দিয়ে ডাকে ভবিষৎ
আবুল বার বার অতীত ধরে টানে
বর্তমানের কু-কৃত্তি ।


ধরিত্রীতে বিচিত্র মানুষ বিচিত্র মন
পাপের ধরণ এক, শুধু পথ আলাদা !
ধূর্তরা সুযোগ নেয় বোকারা পড়ে পড়ে
মার খায় ! সত্যটা লুকিয়ে থাকে সাথে।


সবকিছু হারিয়ে মানুষ যখন নিঃস্ব
নিজেকে চিনে নতুন করে  
নতুন সুর্য উঠবে কি আবার !