আমি আমাকে খুঁজে ফিরে বহুদিন ধরে
কিছুতেই নিজেকে নিজে মেলাতে পারি না
তবুও বসবাস করি এক সাথে.......................!


বিপরীত ইচ্ছা সাথে নিয়ে করি বাহিরে কাজ
বিরোধীতা করে পরাজিত হই,
আমি যে ক্রীতদাস........................!


স্বাধীনতা আমার খর্ব হয়েছে কর্মের মাঝে
কর্তার ইচ্ছায় কর্ম করি ভাল আর মন্দ দুরে রাখি
গোলামী আমার কর্মের মাঝে মুক্তি নাই তাতে !


হৃদয় আর মন সত্যের জন্য করে ঠেলাঠেলি
পরিস্থিতির চাপে সত্যের মুখ ঢেকে রাখি
নিজেকে আত্মসর্মপন করি অসহায়ের মত ।


বৈষয়িক জীবন কিশোর আর যৌবন এক নয়
চাওয়া পাওয়া গুলো গলা টিপে হত্যা করতে হয়
নিষঃপাপ মন আর জিঘাংসার অপমৃত্যু ঘটে ।


আমি আমাকে খুঁজি প্রতিনিয়ত কিন্ত সেই আমিকে
আর খুঁজে  খুঁজে পায় না।