অতীত বার বার চোখের সামনে ভাসে,
কখনো দুঃখের, আবার কখনো সুখের
সুখের স্মৃতি অনুসন্ধান করলে আসে!


কোন কোন দিন বুকের পাঁজরে তালা
লেগে আসে, কোন কারন ছাড়াই, দুই
নয়নে অশ্রু ঝরে অবিরত থামানো যায়না।


আকাশে মেঘ জমেছে ঘুঁট ঘুঁটে অন্ধকার
বিজলীর ঝলকানী, এই বুঝি মাথার উপর
পড়বে! ঝড়ো হাওয়া এক গাছ অন্য গাছকে
জড়িয়ে ধরেছে, যেমন মানুষ বিপদে পড়লে
করে ?


মার কথা বার বার মনে পড়ছে, বহুদিন আগে
আমাদের ছেড়ে অজানা দেশে পাড়ি দিয়েছে,
মধ্য বয়সে স্বামীকে হারিয়ে কখনো সুখের মুখ
দেখেনি............।