ধরার মাঝে লুকিয়ে রাখ
নিজের চাওয়া গুলো,
সুর্য উঠে সুর্য ডুবে
আঁধার আসে কালো।


নিজেকে ভাবিয়ে তোলে
হরেক রকম শংকা......।
ছায়ার মাঝে বসত আমার
আঁধার ঘরে একলা।


দুনিয়ার মাঝে কুট-কাচালি
চিন্তা ভর করে,
প্রকৃতির রুপ সারা পৃথিবীতে
ক্ষনে ক্ষণে সরে।


মানুষ বড় আজব জীব
ভুবনে করে বসবাস,
অন্য জীবকে হত্যা করে
পরিবেশ করে সর্বনাশ,


ভক্ষন করে অহরহ
পুর্ণ করে অভিলাশ।