হাজারো জনতার ভিড়ে খুজে ফিরি তোমার মুখ
এ যে ছোট বেলার অভ্যাস !
তুমি যে আমার জীবনের প্রতিটি কোনায় জড়িয়ে
আঁধার রাতের চাঁদের আলো।


কাছে পাওয়ার আকুতি হৃদয়ে করে তোলপাড়
নদীর যেমন কিনারা ভাঙ্গে তেমনি ভাঙ্গে হৃদয়
এক ঝলক দেখলে তোমায় উনুনে পড়ে জল
জানিনা একে ভালবাসা নাকি প্রেম তারে কয়।


অচেনা দেশের রাজপুত্র ছিনিয়ে নিলো তোমায়
বিবাগী হলাম তোমা বিহনে ছেড়ে গেলে যখন
আমার পৃথিবী ফেটে চৌচির কালো পর্দায় ঢাকা
চারিদিকে তুমি ছায়া হয়ে আছো পলাবার পথ নাই।