আমি ভালবাসি মাটির গান
বাঙ্গালীর জীবনে জারি-সারি, ভাটিয়ালী,  
ভাওয়াইয়া, পল্লীগীতি, পালাগান না থাকলে
সে মৃত, এ যে বাঙ্গালীর নাড়ীর কথা বলে।


পুব হাওয়াতে চৈত্রের ধুলা, মন দোলে
আগুন ঝরা রোদে, উড়ছে দুপুর বাতাসে!
মনের আকুতি পাগল পাগল ভালবাসার পরশ,
চোখে আচ্ছন্ন ভালবাসার মায়াজাল।


লু-হাওয়া এলোমেলো করছে মাথার চুল,
তুমি গুছিয়ে দিবে কাঁপা কাঁপা হাতে
আমি ভেসে যাব ভালবাসার ছোঁয়ায়।


জীবন সায়ান্নে বিধাতার বিধানে কালবৈশাখী
ঝড় আসে, আসুক............!
তোমার স্মৃতি নিয়ে হারিয়ে যাব পৃথিবী থেকে,
পরম শান্তিতে .................।