ইটের ভাটার কাল ধুঁয়া কুন্ডলী পাকায় আকাশে
চারিদিকে অন্ধকার নামে পরিবেশ হয় ফ্যাকাশে।
গাছের গোড়া ডালপালা পুড়িয়ে করে ছাই
অক্সিজেন ছাড়া জীব-জন্তু বাঁচানো বড় দায়।


চোখের তারায় ঝিলিক মারে কার্বন ছুটে বাতাসে
আগুনের লকলকে জিহবা মাটি পুড়ে দগ দগে ঘা !
মারাত্বক ক্ষতি পরিবেশের দেখার কেহ নাই
ফসলী জমিতে গড়ছে বসতি আবাদি জমি ফুরায়!


পরিবেশ বাদীরা প্রতিবাদ করে জনগন হয় অতিষ্ট
প্রশাসনের টনক নড়ে না, ধূর্ত-ব্যক্তিরা লুফে নেয় সুযোগ !
নগরায়নের চাপে পড়ে গ্রামকে করছে হরদম তাড়া
হারিয়ে যাচ্ছে সবুজ শ্যামল গ্রাম বাংলা ভালবাসায় খরা।
  
ষড়-ঋতুর অকাল মৃত্যু আবহাওয়ার হয়েছে জরা
বিলীন হওয়ার পথে খনার বচন, ঠাকুমার ঝুলি,
শীতের হরেক রকম পিঠা।


বাড়ীর ছাদে সবজির বাগান, এ্যাকুরিয়ামে মাছ,
বারান্দায় হচ্ছে ফুলের চাষ !
সভ্যতার বিকাশ ঘটেছে সারা পৃথিবী জুড়ে
বাড়ছে মানুষে মানুষে দুরত্ব আজ !