প্রকৃতির সাথে মানব প্রেম অজানা কিছুই নয়
লোভ-লালসা ধন সস্পদ পুলোকিত করে মন
সৃষ্টির সেরা জীব হয়ে ও প্রকৃতিকে করে ধ্বংস।


প্রকৃতিকে ভালবাসে এমন লোকের সংখ্যা আছে জন!
গাছের ছেড়ে দেয়া বাতাসে বেঁচে থাকি মোরা
জানি না জানে কয় জন তবও বিনাশে থাকে মত্ত


প্রকৃতি আমাদের মা বুকে আলগে রেখেছে আমাদের
ধরিত্রীতে ধণী আর গরীবের ব্যবধান প্রকৃতিকে করছে ধ্বংস
অক্সিজেন আর কার্বন-ডাই-অক্সাইড বেঁচে আছে ধরিত্রী  
শিক্ষিতরাই তো বুঝেনা অশিক্ষিতদের দোষ কি ?  


সভ্যতার কষাঘাতে বিলুপ্ত হচ্ছে পশু পাখি উজাড় হচ্ছে বন-বাদাড়
তবুও মুক্ত করতে পেরেছে কি ! ক্ষুধা, দারিদ্রতা, আর নির্মমতা
প্রকৃতি আর মানবের প্রেমকে কি আলাদা করতে পেরেছে কেউ !


সভ্য সমাজে গড়ে উঠেছে ইটভাটা, মারাস্ত্র, গোলা বারুদ
পাহাড় পর্বত, নদী-নালা, খাল বিল ধ্বংস করছে প্রতিনিয়ত  
গড়ে তুলছে সভ্যতার নিদর্শন উঁচু উঁচু দালান কোটা
তবুও কি মানুষ ভাল আছে !