সে আসবে বলে পথ চেয়ে বসে আছি, কথার
মালা বিনি সুতায় বাঁধি করিব তারে সমরপন,
অপেক্ষার প্রহর কাটে না যে আর! হৃদয় করে
তোলপাড়।


দেখেছিনু সেই দিন পথের ধারে আনমনে
দাঁড়িয়ে ছিলে একা, গভীর নয়নে তাকিয়ে
ছিলে, হয়নি বুঝি দেখা। তেপান্তরের মাঠে
বসেছে পৌষ মাসের মেলা, দল বেঁধে রমনী
কুল ছিলেম আমি সেথা।


ভাবিনু কহিব তোমারে কিছু কথা, মনের কথা
মনে রহিল, তোমাকে ছাড়িয়ে সেথা, নিজের
প্রতি অভিমান হইল, না বলা বলার ব্যাথা,
জীবনে শুরুতে কেমন লাগে বুঝিলাম শেষে !


অপেক্ষার অবসান হইল আসিয়া দাঁড়াইল পাশে
কি বলিব কি করিব, ভাবিয়া পায় না শেষে,
নিরাবতা ভাঙ্গিয়া বলিয়া উঠিল ডাকিয়াছ কেন
তবে! মাটির উপর দাঁড়িয়া মাটিতে নাই,  
ভাবিতেছি স্বপ্ন নাকি বাস্তব।