বানর নাচে আমরা নাচি নাচে আমার মন
জ্ঞানের সাগরে ভাসিয়ে ডিঙ্গি করছি হৈ চৈ !
পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, ফুটেছে গন্ধরাজ
শিউলী ফুলের সুবাশ ছড়িয়ে করছে বাজিমাত।


মৌচাকে হাজারো মৌমাছি করছে আনাগোনা
রাণী মা ছেড়ে গেছে সৈনিকদের নাই জানা
রানী মাকে ঘিরে তাদের মৌচাকে ছিল বাস
এখন তারা থাকবে কেন ভাবছে সর্বনাশ !


পালের গোদা আবুল মিয়া পন্ডিত ভাবে নিজে
বিষয় আসয় না বুঝে মন্তব্য করে শেষে।
নিজের উপর আগাধ বিশ্বাস জ্ঞানের ভান্ডার বেশী
উঠতে বসতে জাহির করে ছোট হয় বেশী।