আমার সাথে আমার ছায়া সবসময় লেগে থাকে
সে যেন মনে হয় কিছু বলতে চায় !
ছায়া আমাকে সব সময় তাড়া করে ফিরে
কিছু বলে না কিন্ত আমার খুব কষ্ট হয়।


জঙ্গল থেকে হিংস্র জন্ত গুলো এখন লোকালয়ে
নিরীহ মানুষ গুলোকে যখন আক্রমন করে !
সীমা অতিক্রম করলে অন্যরা তাকে পিটিয়ে মারে
নিজেকে বাহাদুর বলে সকলের সামনে প্রমান করে।


বিবর্তন আর কালের খেয়ায় সভ্যতার আগমন
কিন্ত মানুষের মনে লোভ লালশা থেকে গেছে আগের মতই
রূপ পরিবর্তন হলেও শেষ হয়ে যায়নি।
সভ্য সমাজে বিচরণ আষ্টে পৃষ্টে জড়িয়ে আছে সর্বত্রই
নিঃশেষ হয়ে যায়নি আছে থাকবে এটাই বাস্তবতা।  


মানুষের মাঝে সভ্যতা আর অসভ্যতা লুকিয়ে থাকে
প্রকাশ পায় কারনে অকারনে!
নগ্ন শিশুর লজ্জাবোধ হয় না কিন্ত পরিনতদের লজ্জাবোধ থাকা উচিৎ
তারা কি লজ্জা আদও পায়?