রিক্সা চলানো আমার পেশা
সবাই বলে রিক্সা-ওয়ালা।
যাত্রী পৌঁছায় সময় মত
সকাল, দুপুর বিকেল বেলা।


হরেক রকম যাত্রী উঠে ভাগ্য
আমার ভাল, তাদের কথা মনে
রাখলে দিন কাটে না ভাল,
মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা
চালায় যত, টাকার হিসাব করার
পরে মনটা হয় খাটো।


গরীব ঘরের সন্তান আমি খেটে
খাওয়া বাপ, মানুষের বাড়ী কাজ
করত আমার মায়ের বাপ !
সাত কুলে কর্মজীবি আমার
পরিবার, পেটের দায়ে রিক্সা চালায়
শরীর করে না মাফ!


সারা দিনের খাটনির পয়সা বাজারে
গেলে সাফ,
চাল, ডাল, তেল, নুনের দাম আকাশ
ছুঁয়ে গেছে, বড় লোকের কষ্ট নাই,
শ্রমিক গেছে ফেসে।


সংসার ধর্ম কষ্টের ধর্ম, রিক্সাওয়ালা
বুঝে, সারা দিন পর বাড়ী গেলে
বৌ’র ঠেলা জোটে।
ভাই’রে আমি একজন রিক্সাওয়ালা
রিক্সা আমার জান, চাক্কার সাথে
জীবন বাঁধা, এই তো আমার প্রাণ।