জন্ম নিয়েছি মাগো মৃত্যুকে সাথে নিয়ে
জন্মের সময় বুঝিনি তো আগে,
জেনে শুনে মোরা মৃত্যুর অনুশীলন করি
খুঁজেছি কি কখনো ! হঠাৎ জীবনের ছন্দ
পতন দিবা কিংবা রাতে !
ভোরের আলোয় পাখিরা ডাকে, মোরগ
ডাকে আনমনে, চকিতে ঘুম ভাঙ্গে  আঢ়
মোড়া দেহ মনে।
নির্মল বাতাস, দক্ষিনা হাওয়া মাখি আমার
গায়, শিশির বিন্দু টলমল করে র্দুবা ঘাসের
মাথায়।
খালি পায়ে রমনী কুল মাঠের দিকে যায়
শিশির বিন্দু জড়িয়ে চরনে দেহ মনে দোল
দেয়। ভালবাসার প্রথম পরশ ঔষ্ঠ্যে ছুঁয়েছে
নির্মল সুখ।
মনের বাসনা পুরন করি শিশির বিন্দুর ছোঁযায়,
সুর্য রশ্মি তখনো ফোটেনি নীল আকাশের
গায়, মেঘের আবরন খেলা করে গগণে ছিঁড়ে
ছিঁড়ে যায়। মন যে আমার মানে না বাঁধা
ভালবাসার পরশ চাই,
মনের কথা লুকিয়ে রাখি মনের মনি কোঠায়।
বলিব তারে ভালবাসি কাঁপা কাঁপা গলায়।