এক পা এক পা করে জীবন এগিয়ে যাচ্ছে
জঞ্জালের বোঝা সাথে সাথে হাটছে !
বুকের যন্ত্রনা কেউ শুনতে চায়না ।


ইটের তলার দুর্বাঘাস সাদা রং ধরেছে
গনতন্ত্রের ঘরে পাতা বাহার ডুকে গেছে !
আলো জলের বড় অভাব বাতাস বলে হায়।


আলুর ভিতর পটল ছানা ওদের চরিত্র বদলাবে না
জলের ভিতর তেলের ফোটা ছড়িয়ে গেছে সব খানে
সরিষার ভিতর ভুতের বাস, সমাধান করে কার আঁশ।


এমনি করে চললে জীবন, বাঁচবে কদিন বলো
আমরা কি বেঁচে আছি ! বুঝায় কেমন করে ?
সরদার আসে সরদার যায় জনগন একই রয়।