সুখের ঠিকানা খুঁজে ফিরি অজানা পথে
নিত্য ঘুরি আমি যেমন ঘুরাও তুমি!
তবুও আবেগে ভাসে বাস্তবতার বাহিরে।


মধ্যবিত্ত পরিবারে জন্ম স্বপ্ন দেখি ক্ষণে ক্ষণে
মুরোধ না থাকলেও করার ইচ্ছে জাগে মনে
ধার কর্ষ হয়েছে গলাবধি পরিশোধের সামর্থ নাই
সব কিছু হারিয়ে এখন নিঃষ হয়েছি তাই।


তবুও আক্কেল হয়না মনে নতুন স্বপ্ন জাগে
ঘটি বাটি বিক্রি করে বিদেশ ভ্রমনে ভাসে
বার বার মার খেলেও বিদেশ ভুত নাহি ছাড়ে।  


সুখ নামে অচিন পাখি ধরা দেয়নি আজ ও
বাল্যকালে ভাল ছিলাম দায়িত্ব ছিল না কিছু
বড় হয়ে সর্বনাশ হলো সুখ পেলাম না তবু ।