গাড়ীর চাক্কার মতন ঘুরছে জীবন কোন নিস্তার নাই
আগে পিছে চিন্তায় ডুবি কখনো হাল ছাড়ি নাই
চাক্কার সাথে ইঞ্জিনের সম্পর্ক ইঞ্জিনের সাথে পেট্রোলে !
পরিবার সমাজ দেশ ও রাষ্ট্রের সাথে সম্পর্ক ওতপ্রোত জড়িত
গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে ছল চাতুরীর মাধ্যমে
সুশাসণের দোহায় দিয়ে যার যা ইচ্ছে তাই করছে আইন বর্হিভুত
সূর্য উঠলে দিন আর ডুবলে রাত পরিষ্কার সূর্যের কর্ম
অন্তর্বর্তী সরকারের কি কর্ম পরিষ্কার গোষ্টি গোত্র ধর্ম নিজের ভাবে!
স্বাধীনতার এত বছর পর জাতীয় সঙ্গীত, জাতির পিতা, জাতীয় পতাকা
পরিবর্তনের ইচ্ছা আবার পাকিস্তানের পতাকা তলে ফিরে যাওয়ার খায়েশ!
যে পাকিস্থানে এখন পর্যন্ত কোন গণতন্ত্র কি জিনিষ জনগণ বুঝে না
ধর্মান্ধতা আর জঙ্গী সৃষ্টিতে দেশ তাদের অন্ধকারে বাংলাদেশ কি?
তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছে বৈষম্য হীন ছাত্র সমন্বয়ক যারা অপরিপক্ব
সময় বলে দিবে বৈষম্য দূর করবে নাকি নতুন নতুন বৈষম্য তৈরি করবে
নিজেদের লোভ লালসা ত্যাগ না করলে মনের ভিতর পরিবর্তন না হলে
জনগণ ছুড়ে ফেলে দিতে বিন্দুমাত্র সময় নিবে না।