সত্য পথে চলি সত্য কথা বলি কেউ আমাকে ভালবাসে না
বাড়ীর লোক আমার আপনজন এড়িয়ে চলে
অফিসের সবাই আমাকে দেখলে হাসাহাসি করে, তবে
গুরুত্বপুর্ন, গোপনীয কাজ আমাকে দিয়ে করায়।


রাস্তা দিয়ে হাঁটলে ইচ্ছা বা অনিচ্ছাকৃত বলে,
আপনি ভাল আছেন ! একটু দুরে গিয়ে হাসাহাসি করে,
নিজের মত করে পথে হাঁটি আর নিজেকে প্রশ্ন করি
কোথায় আমার ঘাটতি কোথায় আমার সমস্যা !


শ্বশুর বাড়ী গেলে শ্বশুড়ী ছাড়া কেউ ভালভাবে নেয় না
সবাই কেমন যেন আমাকে এড়িয়ে চলে.........................
খাবার টেবিলে উপস্থিত হলে মনে হয় আগুনে জল পড়ল।


একান্তে স্ত্রীকে প্রশ্ন করলাম তোমার সাথে এত দিন ঘর করছি
আচ্ছা বলতো সবাই আমাকে নিয়ে এমন করে কেন ?
হেসে বললো যে যাই বলুক তুমি যেমন তেমনি থাক
তুমি যে আমার গর্ভ তুমি যে আমার সঠিক পথে চলার সাথী ।


চারিদিকে অসত্য ঘিরে ধরেছে তুমি সৎ পথে চলো তাই
সাদা কালোর বিভেদ বুঝ এটাই তোমার কাল!
বাতাসের বিপরীতে চললে এমনই হবে, হউক না
তাতে তোমার কোন দোষ নাই,
আমি তো কোন ধন সম্পদ চাই না, তুমি যেমন তেমনি থাকো।