উজানে টেনে চলেছি জীবনের নামের গাড়ী
নদীর স্রোতের বিপরীতে যেমন নৌকা চলে
এ যে বড় কষ্টের, বড় দুঃখের, বন্ধুর পথ
তবুও চলা আকাশের সুর্য রশ্মি ঠিকরে পড়ে
নদীর জলে, তপ্ত জলের তপ্ত জীবনের বাঁকে!


হঠাৎ চরের আভাস শরতের শুভ্র কাশ ফুলে ঢাকা
দখিনা বাতাসে উতালা মন প্রেমের দ্বার খোলা !
শত উজানের মাঝে মনের দুয়ারে দেয় দোলা  
ভালবাসতে ইচ্ছে করে প্রকৃতিকে, ইচ্ছে করে তোমাকে !


তবুও তুমি সব জেনে শুনে ভালবাসতে চেয়েছিলে আমায়
তপ্ত বালুর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসবে আমার দ্ধারে
অপেক্ষা নদীর তীরে সুর্য ডুবুডুবু! কই এলে না তো ?


সবাই লাভের খাতায় হিসাব মেলায় তুমিও কি তাই !
বুকের চরাভুমির চাদরে বার বার প্রশ্ন জাগে মনে
তুমি এলেনা এক ফোঁটা স্ফটিক জল সাথে নিয়ে
উজানে চলা জীবনের গতি উজানে রইল একা !