চেনা বসন্ত ফিরে আসে  ফি বছর পরে, তাল গাছে বাবুই পাখির
বাসা, ওরা পরস্পর কাছে বসে ঘরের মুখে ! দখিনা বাতাসে দোল
খায় মনের আনন্দে।


শংখ চিলের সারি উড়ে দেখ সমুদ্রের তীরে, নীল আকাশ মেঘের
ছায়ায় ঢাকা, প্রতিচ্ছায়া বালুর উপরে মিশে, দু’জনের আনমনা মন
বালুকায় ঘুরে।


বসন্তের পড়ন্ত বিকেলে সমুদ্রের তীরে একে অপরের আঙ্গুল ধরে হাঁটা,
বুকের ভিতর জমে থাকা না বলা কথার মালা, বলার অপেক্ষায় থাকে।


সুর্য ডুবে সমুদ্রের বুকে, আমি ডুবি ভালবাসার ফাঁদে অজানা টানে বার
বার ছুটে যায় তার পানে, না বলা কথার বোঝা নিয়ে !


আমাকে নিয়ে ছুটে চলা, ভালবাসার গল্প বলা তবুও কেন, হৃদয় আমার
ফাঁকা ফাঁকা লাগে, বসন্তের হাওয়া গায়ে মাখি, ভালবাসার অনলে।