তোমার আমার জীবনে না পাওয়ার বেদনা জমিয়ে
রেখেছি বুকে;
উভয়ে মোরা কর্মে জড়িত দায়িত্বে পাগল পারা, তবু
ক্ষণে ক্ষনে মন যে জানে, না পাওয়ার বেদনা ! দুরত্ব
আমায় ভুলিয়ে রাখে কাজের মাঝে ডুবে!


তোমার আমার এই যে খেলাঘর, পাওয়া না পাওয়ার
মাঝে, না পাওয়ার বেদনা হৃদয়ে বাজে ঢোলক ঢুলির
সাজে, তবুও আমার না পাওয়ার মাঝে, পাওয়ার আশা    
যে জাগে।


আমার সর্বস্ব করেছি সমরপন তোমার হৃদয়ের মাঝে,
ঢেউ খেলে যায় মনের আবেগ নশ্বর দেহে, যতদিন
দেহে প্রাণ থাকবে, আমি যে শুধু তোমারি----
শুধু তুমি ! ভুলে যেওনা মোরে।