.
             তুমি কি সেই বসন্ত  
  যে বসন্ত খুঁজে খুঁজে আনন্দ ডেকে আনত
       সাত রঙে মেতে উঠতো পৃথিবী  
          গ্রাম থেকে শহরের প্রান্ত
             তুমি কি সেই বসন্ত
  যে বসন্ত সেজে উঠতো , কবিদের কবিতায়
    অমর হয়ে রয়ে যেত ,ডাইরির পাতায়
যে বসন্ত আনতো বিকেল , লম্বা শীতের শেষে
ছুটির পরে আসতো ছুটে , মুখ খানি করে হেসে
  নিত্য-নতুন খামখেয়ালি , খেলার ছদ্মবেশে
  যে বসন্ত গাইতো গান , আপন গলা ছেড়ে
   দিনের শেষে ক্লান্তি যত , নিত সব কেড়ে
              তুমি কি সেই বসন্ত
         যে বসন্ত অনেক জাদু জানতো
‘ খাব না-খাব না ' বলে , যে সব শিশু কানতো  
চুটকি মেরে , দেখিয়ে জাদু , তাদের করিত শান্ত
             তুমি কি সেই বসন্ত
  যে বসন্ত ছড়িয়ে যেত , অম্র ফুলের গন্ধ হয়ে
যে বসন্ত আসতো ফিরে , নতুন পাতার জন্ম হয়ে
  যে বসন্ত চাইতো বন্ধু , চাইতো একটি বাজার
নতুন নতুন জামা কাপড়ে , সাজানো রাস্তার ধার
            তুমি কি সেই  বসন্ত ।


                  ******