.


       গ্রামের এক প্রাচীন কুয়ো
   অনেকে বলে, সেটা আড্ডা ভুতের
আবার অনেকের কাছে,এসব গল্প ভুয়ো
  অনেকে বলে , ঐ যে ঐ কুয়োর ধারে
   মৃত তালগাছ যেখানে আছে পরে ,
     ঠিক সেখানেই দেখেছিলাম
  সাদা ধোয়ার মাঝে কালো ছায়া
        আর ঐ মেয়েটির নাম ।
   যেই মেয়েটি বছর কয়েক আগে  
      হারিয়ে ছিলো কুয়োর ধারে ,
     আজও পাওয়া যায় নি যাকে ।
অনেকে বলে সেটা নাকি দেবতার বাস
        ডাকাতেরা করতো পুজো
     দিতো মানুষ বলি , প্রতি মাস ।
   তবে এখন আর, নেই ডাকাত তাই
       কিন্তু আছে কুয়োর দেবতা
       যে এখনো মানুষ বলি চাই ।
    অনেকে বলে ছিলো এক জমিদার
অজানা রোগে মরেছিলো তার পরিবার,
         শেষে কিনা সব ছেরে
         জীবনের কাছে হেরে
         মেটাতে নিজের পাপ
         গুরুর কথা নিয়ে কানে
   দিয়েছিলো , সেই কুয়োতেই ঝাঁপ ।
অনেকে বলে এ কুয়ো সাধারন কুয়ো নয়
পাতালের সাথে এর , আছে যোগাযোগ
    জল যার কোনদিন , হবে না ক্ষয়
      এ কুয়ো সাধারন কুয়ো নয় ।


                *****
               (ধন্যবাদ)