.


            ওরে সর্বনাশা
      কেন কারছিস গরিবের বাঁসা
          কি ওদের অপরাধ
     কেন তাদের করছিস অবসাদ
    কেন ভাঙছিস তাদের ইচ্ছেগুলো  
       তারা ও ঘরে জ্বালাতে চায়
             অভাবের চুলো ।
কেন তাদের মারছিস তোদের সমাজে
  ডেকে এনে বারেবার তোদেরি কাজে
        কেন তারা হচ্ছে অসহায়
          প্রতিদিন সভ্য মাঝে ।
   তারা ও তো মানুষ , তোদেরি মতো
তারাও তো বাঁচতে চায় , বছর এক শত
   তাদের হাসিটা হয়তো সত্য হাসি না
    কিন্তু তারা কখনো , মিথ্যে কাদেনা
           তারাও লড়তে জানে
           মাটিতে জন্ম তাদের
           মাটিতেই হাল টানে
   তারা অন্য তুলে দেয় তোদের মুখে
       ঋণের বোঝা চাপিয়ে বুকে
          করে না মৃত্যুর ভয়
       শুধু হাসতে চায় সত্যি হাসি  
             আর কিছু নয়
     দেখতে চায় ভাগ্যের চোখ খুলে
          কবে হবে সূর্যোদয়
             আর কিছু নয় ।
                
                *****
               (ধন্যবাদ)