.


    কি এক কান্নার সুর , জানান দিচ্ছে কানে
   কে যেন ডাকছে কাকে , ছুটছে কিসের টানে
        মৃত পোশাকের মতো রাস্তার ধার
   রক্ত মেখে দিচ্ছে পাড়ি , খুঁজছে অন্ধকার ।
      অবোধের মত টুকরো কাঁচের ভির  
     হাঁটু গেড়ে আছে বসে , নত করে শীর ।
      চাতোকের মতো বোবা টেলিফোন  
  এক কোনে ভেঙ্গে পরে , খুঁজছে আপনজন ।
      কালো মেঘের মতো সময়ের কাটা  
      বিদাই নিচ্ছে নিজেই , বলছে টাটা ।
     শিশুর মতো কত স্বপ্ন , দিচ্ছে হামাগুড়ি  
     দেকছে চারিদিক , কত মিথ্যে বাহাদুরি ,  
        কত বুদ্ধিজীবী , কত নতুনের দল
     গোল করে ঘিরে কত , অশ্লিল কোলাহল ।
       কত চকচকে জুতো ফিরায় তাদের মুখ  
     অকারন ব্যাস্ততায় শুধু , খোজে আপন সুখ  
        তবু শোনে না কেউ , তাদের চিৎকার  
যে চিৎকার চেচিয়ে বলছে , রক্ত চাই , রক্ত দরকার  
যে চিৎকার বেরিয়ে আসছে , মায়ের চোখের জল হয়ে  
          যে চিৎকার ভিক্ষে চাইছে প্রান ,  
           কাপানো গলায় ভয়ে ভয়ে  
   যে চিৎকার কান্নার সুরে , জানান দিচ্ছে কানে  
            যে চিৎকার চেচিয়ে বলছে ,  
               পুণ্য লাভ রক্ত দানে…  
               পুণ্য লাভ রক্ত দানে ।


                     *****
                     (ধনবাদ)