সনেট { কখকখ , গঘগঘ , ঙচঙচ , ছছ }
কিছু ভুল হলে ক্ষমা করবেন।
************************


  দেশ জুড়ে আনলক , কত ছোটাছুটি
  কত মানুষের কান্না , মানুষের ভীরে
  কত ব্যর্থ শ্রমজীবী , খায় লুটোপুটি
অভাবের আঙিনায় , আসে দুঃখ ফিরে।


  দেশ জুড়ে আনলক , ঘর বন্দী তাই
রঙিন মুখোশ বেঁধে , বাঁকা শিরদাঁড়া
ধীরে ধীরে আরো বেশি , হচ্ছে অসহায়
হচ্ছে সমাজের মাঝে , তারা ছন্নছাড়া


  দেশ জুড়ে আনলক , শুধু চলাফেরা
মুখে আজ কথা নেই , ভাষা-হীন সব
বাজে শব্দ চারিদিক , দিচ্ছে আজ ডেরা
  তবু ও মুখোশ পরে , রয়েছি নীরব ।


দেশ জুড়ে আনলক , তবু আশা রাখি
ঠিক হবে একদিন , স্বপ্ন মনে আঁকি ।

              *****
             (ধন্যবাদ)