.


      রাত বারোটার পর-পর  
    ভয়ে সবাই কাপে থর -থর
    মোরের মাথায় আড্ডা জমে
        জমে ভুতের আসর।
  
      শেয়াল কুকুর দলে দলে
   সাবধানতার বানী চেচিয়ে বলে
    আসিস না কেউ , এখানেতে  
     নইলে বিপদ আসবে চলে
     নইলে বিপদ আসবে চলে ।


       ভুতের রাজা ভুতরাজ
    পাতাল থেকে এসেছে আজ
          করিতে পর্যবেক্ষণ ,
     ঠিক ঠাক কাজ করছে কিনা
         তার অলস সৈন্যগণ।


     ভুতের রাজার মাথায় হাত
        যখন সে দেখে এসে ,
       তার সৈন্য , হেসে হেসে ,
          পার করছে রাত ।


   তখন রাগের চোঁটে ফুলিয়ে গাল
          চোখ মুখ করে লাল ।
            বলিল ভুতরাজ ,
   ওরে হতচ্ছাড়া , ওরে ফাঁকিবাজ
           ভুলে সব কাজ ,
       করছিস হাসাহাসি তোরা
        এর কোনো নেই ক্ষমা ,
পরবে তোদের পিঠে শত শত কোড়া ।


        এই শুনে ভুতের দল
         ছেরে সব  বিশৃঙ্খল
     রাজার পায়ে পরলো এসে
       দল বেঁধে , এক নিমিষে ।


         বলিল হে ভুতরাজ
        হবে নাকো আর ভুল
          হবে শুধু কাজ ।
       হবে শুধু ভুতের তান্ডব
      হবে ধংস মানব সমাজ ।


       শুনে রাজা শান্ত মাথায়
     হুমকি দিলো একটি কথায়,
        বলিল, এটাই শেষ বার
         যদি হয়, ভুল আবার
           হবি ছাড়-খার ।


              *****
             (ধন্যবাদ)