অনেক বছর পর ফিরে এলুম
তোমার চেনা পথে গেলুম
এই শহর তোমার শহর, তুমি নাই
আমার কাছে সবি শূন্য তাই।
এই শহরের অলি গলি
হেঁটে ফুটিয়েছি কথা কলি।
বড় মসজিদের উঁচু স্তম্ভ, রাস্তা-ঘাট,
দোকানপাট কিংবা খরস্রোতা নদীর ঘাট
সবি আছে, তুমি বিহনে সবি শূন্য আমার কাছে।
নয়ন মোর খুঁজে তাহা
স্মৃতির পাতায় অমলিন যাহা।
তোমার বাড়িতে মুখরিত সব
ঘুণাক্ষরেও নেই তোমার অনুভব।
তোমারই পথে তোমার প্রিয় জন্মদাতা
এক ফোঁটা জলে ভিজতে দেখিনি কারো চোখের পাতা।
আমি হাহাকার হৃদয়ে তোমায় খুঁজি
এই শহর বলতে তোমায় বুঝি।
তোমার শূন্যতা অনুভব করি
তোমার জন্য মনস্তাপ-এ মরি
এই সেই শয্যা যেখানে শেষ আলিঙ্গন
হৃদয় গহীনে মোর প্রলয় বিস্ফোরণ!