বর পেয়েছি বেশ, নম্র ভদ্র অশেষ।
শিক্ষা দীক্ষা সেরা, গুণে মানে ঘেরা।
ধন সম্পত্তি অঢেল, পঞ্চমুখী মিশেল।
বিয়ের দু দিন পরে, বাজ মাথায় পড়ে।
বলতে হবে বাপের বাড়ি, পাঠাইতে মোটর গাড়ি।
অত নেই বাবার, কিন্তু সবি যে তাদের অধিকার ।
শাশুড়ীর চাহিদা, ফার্নিচার একগাদা।
জমি টুকু বিক্রি করে, বাবা পাঠায় সুখের তরে।
চাহিদা মাসে মাসে, হার মানি অবশেষে।
দিব না এক কড়ি, ক্ষিপ্ত সবে আমার উপরি।
লোক লজ্জার ভয়ে, মরছি ধুঁকে সয়ে।
স্বামীর শেষ ভালবাসা, জলাঞ্জলি সকল আশা।
যৌতুকের অপারগতায়, ঝোলাবে ফাঁস গলায়।
মুচকি হাসি আমি, স্বামী,কেন করছ পাগলামি?
রক্ত বর্ণ তার চোখ দুটি, পায়ে লুটিয়ে কান্নাকাটি।
গলে নি বরের মন, ভালবাসার চূড়ান্ত ক্ষণ।  
লম্বা ওড়না পেঁচিয়ে, টান মারছে কষিয়ে।
স্বামীর আদরে, স্বর্গে যাওয়ার চাদরে।