জগৎ মোর ভুলে ভরপুর
তবু অন্যের খুঁত খুঁজি
মহৎ কর্ম ঠেলে দূর
ভূলোকে স্বয়ং সাধু সাজি।


নিয়তি ললাট দিয়েছে ধরা
রঙিন এই ভুবন
চর্ম চোখে স্বর্গ ভরা
যেন দ্যুলোকে বিচরণ।


যে পাপে পাপিষ্ঠ আমি
তবু অন্যকে ফাঁসাই
ঢাক ঢোলে লোকে বলে
সালাম বাবু মশাই।