---------------------------------------------বটবৃক্ষ দাঁড়িয়ে নদীর কিনারা ঘেঁষে
ক্লান্ত পথিক বিশ্রামে এর মূলে বসে।
রাস্তা-ঘাট অশান্ত গ্রীষ্মের তাপদাহে
বটের ছায়ায় সর্বদা শীতল পরশ বহে।
শান্তি পেয়ে পথিক ভেবে আকুল পারা
এত বড় গাছে ছোট ছোট ফল,বেখাপ্পা।
অদূরে থাকা কদু গাছে যায় তার দৃষ্টি
সরু ডগায় বড় কদু হয়েছে ভুল সৃষ্টি।
যদি ছোট ছোট বট হতো চিকন ডগায়,
বড় বড় কদু হতো বটগাছের শাখায়,
তবে ঠিক হতো, এ কেমন সৃষ্টি বিধাতার,
ভেবে পথিক, ভাবনার রাজ্যে একাকার।
হঠাৎ একটি বট পড়ে পথিকের মাথায়,
তৎক্ষণাৎ চিড় ধরে তাহার ভুল ভাবনায়।
মাথায় পরলে কদু যেতে হতো হাসপাতাল,
পথিক মেনে নেয় বিধাতার সৃষ্টি নির্ভেজাল।
---------------------------------------------