---------------------------------------------ভরপুর ধরণী, শূন্য হৃদয়
কানা কুয়ো ডাকে,অসময়।
অদ্ভুত বিহঙ্গ, কুঞ্জে ব্যস্ত
বিদ-ঘুটে শব্দ, শ্রবণ ত্রস্ত।
এক ঢুক জল মুখে ঢেলে
তমঃ তাড়িয়ে আবডালে।
তারকা পুঞ্জ আকাশ পানে
ঝি ঝি ধ্বনি বাঁশ বাগানে।
সর্ব গতি,স্বাভাবিক রীতি
নিজ ললাট ব্যর্থ আরতি।
হর্ষ বিহীন বিষাদ ভুবন
অতৃপ্ত ঢেঁকুর অনল জীবন।
নয়নে টল-মল বিন্দু জল
সখা কেমনে ভুলিব বল।
আশা'র স্রোতে ভেসে
গম্য মরুর বুকে শেষে।
---------------------------------------------