কখনো তোমায় ভুলে যাওয়ার নয়
স্মৃতির চিত্তে সবকিছু বিষাদময়।
তোমার শেষ কথাগুলো যন্ত্রণার ঘাঁটি
বক্ষ মাঝে অসহ্য বেদনায় কপাটি।
কথা দিয়েছিলাম যথার্থ তোমায়
পারি নি রাখিতে, ভুলেছি বাস্তবতায়।
তোমায় ভুলা যায়, এমন ঔষধ চাই
স্মৃতিতে মগজে বেঁচে থাকা দায়।
আজ ঝগড়া করার সাথী নাই
দাঁতে দাঁত চেপে রাগী মিষ্টি চাহনি, ভুলি নাই।
তুমি কি ওপার থেকে দেখছ আমায়
তোমার উপহার রেখেছি পরম মমতায়।
রাস্তার পাশেই ঘুমিয়ে আছ কুঞ্জ বনে নিরালায়
আসা যাওয়ার পথে পা দুটি ভারী, হৃদয় কান্নায়।
অসহায়ত্বে নত শির জগৎ সংসারে
তুমি বিনে শূন্য ভূমি হৃদয় মাজারে।
যার আপন কেহ হয়েছে প্রয়াত
ব্যথা কেবল তাহার দিবা ও রাত।
যে পথে তুমি, সময়ের সাথে যাত্রী সবাই
পরিপূর্ণ ধরণী কঠিন এক নিষ্ঠুরতায়।