মা মরলে বাপ তালুই কত লোকে বলে
প্রেষণা দিতে চেষ্টা যত কথার কৌশলে।
মন বলে, বাবা কখনো হয় না তালুই
যেজন হয় সেজন পশু হৃদয়ের প্রলয়।
যে শিশু হারিয়েছে মা নিষ্ঠুর ত্রিভুবনে
নিজ সন্তানের বিপদে ভুলিবে কেমনে।


দায়িত্ব মোর কাঁধে যেন আজ এক আকাশ
পুষ্প কাননে পরম যতনে রাখার অভিলাষ
তাদের খুশিতে আমার প্রাণের তৃপ্ত হাসি
দুঃখ পেলে কলিজায় আঘাত রাশি রাশি।
সত্যি আমি এবেলা খুবই স্বার্থবাদী কেহ
সোনা দের সুখে ব্যস্ত মনপ্রাণ আর দেহ।
ঘটি বাটি যা আছে তাদের ভোগে সবি
অবশিষ্ট কিঞ্চিত, ভাগ্যে থাকিলে পাবি।


বিধাতার কাছে সেজদায় যখন পড়ি লুটি
অবুঝ শিশুর জন্য প্রাণ ভিক্ষায় কান্নাকাটি।
দু হাত তুলে আকুতি পরিশেষে
কৃপায় বাঁচায় যেন মোরে বাবা বেশে।