------------------------------------------
যুগে যুগে এসেছে কত শত মহামারী
বাঁচার আকুতি, কান্না আর আহাজারী।
অদৃশ্য ভাইরাস, বাহারি নামে প্রকাশ
ভেঙে দিয়ে স্বপ্ন, অগণিত প্রাণ নাশ।
হয়েছে শান্ত প্রকৃতি,স্বরূপে ফিরেছে ধরা
বিপরীতে মানুষ হয়েছে হিংস্র বেপরোয়া।
পৃথিবী জুড়ে, ধর্মের নামে কত নির্যাতন
শক্তির দাপটে, মানুষ হত্যার আয়োজন।
বুলেট আর বোমা কেড়ে নিচ্ছে প্রাণ
মানুষ মানুষকে করছে হত্যা হয়রান।
কোটি প্রাণ হরণ করে বিজয় উল্লাস
হায়েনার দুনিয়ায় নিরুপায় নরক বাস।
মানুষের চেয়ে বড় ভাইরাস নাই ভবে
অতি ক্ষুদ্র এক ভাইরাস,ভয় কেন তবে?
------------------------------------------