--------------------------------------------অন্যের মৃত্যুতে করো না উল্লাস
তুমিও মরবে হতে হবে লাশ।
প্রকৃতির নিষ্ঠুর উপহার "মরণ"
বাদ যাবে না কেহ, রেখো স্মরণ।
মানুষের মধ্যে থাকবে ভুল
কারো অল্প,কারো বহুল।
পাপ পূর্ণ, দুনিয়ার হিসাব
বিচার দিবসে পাবে জবাব।
নিজ কর্ম কতটুকু ন্যায্য
মনে তোমার কয়লা বর্জ্য।


নির্জনে বসে চিন্তা করো ধ্যানে
মৃত্যু নিশ্চিত সময়ের ব্যবধানে।
কিভাবে হবে জানো কি তাহা?
সকলের তটে ঘটিবে যাহা।
এই হোক পণ,যখন কারো হবে মরণ
আপন মৃত্যুর ভয়ে উল্লাস যেন হয় বর্জন।
--------------------------------------------