মুখোশের আড়ালে লুকিয়ে আমি
কুটিল রূপ জানে কেবল অন্তর্যামী।
শিক্ষা-দীক্ষায় উচ্চশিক্ষিত
সুশিক্ষায় শিক্ষিত নয় তত।
মুখে আমার মিষ্টি মধুর বুলি
অন্তরে লেপে আছে চুন কালি।
রূপ লাবণ্যে রয়েছে যাদু
তাই বলে ভেবো না সাধু।
কতটুকু চিনেছ আমায়?
ক্ষণে ক্ষণে রূপ বদলায়।
ভাব দেখে অমায়িক মনে হয়
নম্রতা ভদ্রতা সবই অভিনয়।
নিজ স্বার্থ সর্বদা করি চরিতার্থ
তবু আমায় বুঝিতে ব্যর্থ।
আমার গুণ সর্ব মুখে রটে
মুখোশ শ্রেষ্ঠ অলংকার বটে।


দিনের আলোতে নিষ্পাপ মুখ
আঁধারে অনাচারে খুঁজি সুখ,
মুখোশ পড়া আমি সম্মানিত লোক।