সোনালী চিন্তার কর্ম যজ্ঞ
সফল কাজে ব্যথিত অজ্ঞ।
অক্ষম, তব ভ্রু কুঁচকে
হিংসার আগুনে পুঁচকে।


বাপ দাদার জমিদারী
ভাবে উড়ে অহংকারী।
লাগে না কোন কাজে
শ্রেষ্ঠ দেখায় সাজে।


হিংসা বিদ্বেষ ভেঙে
নিজ প্রতিভা শান দে।
"বল" যে দেয়নি লাথি
বুঝবে কি দমের গতি।


নিন্দুক তোমায় শুধায়
সুকর্মে ধিক কেন হায়?
মজে নির্লজ্জ নিন্দায়
বেলা নষ্ট হেলায় হেলায়।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀