দুজন দুজনার দেখা যখন,
মধুর ভাল লাগা শুরু তখন।
ভাল লাগা সম্পর্ক ভালবাসায়,
ঘর বুনেছিলাম সুখের আশায়।
অগোছালো,এলোমেলো বাসর,
সুখ সন্ধানে অপেক্ষার প্রহর।
দুর্গম পথে নির্মিত সোনালী ভুবন,
রচিত জয়গান তৃপ্ত সজীব মন।
ছোট্ট নীড়ে অক্লান্ত কর্ম রচনা,
অসাধারণ,সে যে মোর অনন্যা
শিল্পীর ছোঁয়া যেন,অঙ্কিত আলপনা,
জুড়াত মনপ্রাণ নেই তার তুলনা।
জোছনার রাতে শুনাইত গান,
হৃদয় মাতানো উত্তাল মনপ্রাণ।
অসময়ে হঠাৎ ঝড় হলো,
সাজানো ঘর এলোমেলো।
দুরারোগ্য জটিল ক্যানসারে,
স্বর্গীয় সুখ জলাঞ্জলি কবরে
আজো প্রতি রাত প্রতিক্ষণ,
স্মৃতির তাড়নায়  সারাক্ষণ।
আমৃত্যু ক্ষত থাকবে বুকে,
স্বর্গবাসী হয়ে থাকুক সুখে।