জীবনে কেউ কারো নয়
সবি মোহ কিংবা অভিনয়।
কেউ হারিয়ে কাঁধে
কেউ পেয়ে কাঁধে।
কেউ যদি দেয় ধোঁকা
তুই জীবন কেন দিবি বোকা!
ইস্পাত-দৃঢ় শক্ত হবি
জীবন এর মানে পাবি।
যে যেতে চাই, তাকে ধরে রাখা আকাশ সম বোঝা
ভুল পথ যে স্বর্গ ভাবে, তাকে ফেরানো নয়কো সোজা
মহাসাগরের অথৈ জলে
তৃপ্তি নাহি মিলে
আবার একটু জলে
অমৃত স্বাদ মিলে।
হিসাব যাই কষি
অবুঝ নয় মাসী।
প্লাবনে যে বাড়িয়েছে পা
তার কি শুকাইবে গা?
রং এর সাথে রঙের বানু
এক প্রকার পরমাণু।
ধ্বংস হয় পরিবার
ঘটছে এমন বারবার।
তাই বলে তুই জীবন দিবি?
ভীরু হয়ে নরকে যাবি!