বোনের ডাকে,মায়ের বকুনিতে
বিছানা ত্যাগে দশ টা তাতে।
আজ কাক ডাকা ভোরে সংকেত বাজে
বিছানা ছেড়ে কর্ম সাজে।
নিজ সুখ বিলিয়ে দিয়ে
সংসার ঘানি মাথায় নিয়ে,
ভাগ্য তরী'র সন্ধানে
প্রবাস জীবন আলিঙ্গনে।
হৃদয়ে কষ্টের পেরেক ঠুকে
স্বপ্নের খুঁজে অচিন বুকে।
জীবন যুদ্ধের সর্ব গ্রাসে
হাড় খাটুনি দূর প্রবাসে।
প্রবাস মানে বিসর্জন
নিজ ত্যাগের নিদর্শন।
ভোগে যারা দেশে বসে
উল্লাসে মত্ত অনায়াসে।
মোটা অংকে'র টাকা পেয়ে
আপন জন দেদার খরচে।
যাদের হাতে দেশ তুঙ্গে
তাদের সাধন দেখে না অন্ধে।
----------------------------