এখন
নয়নে রং দেখি
রং মানুষের ঢং দেখি
কী চমৎকার তেলবাজি
ছল কথা আর আয়নাবাজি।
আবার
ঢোল তবলা বাদ্য ছাড়া
তাল বাজায় আধমরা।
নাচতে নাচতে গোহারা
বুক ফুলায় হামবড়া।
এভাবে
চলছে সমাজ
কিসের লাজ!
চৌহদ্দি সব চাপাবাজ
মোরা খুঁজি রংয়ের কাজ।