ভবলীলা, আজব খেলা
স্বার্থ সিদ্ধি র ব্যগ্র মেলা।
তুমি আমি সবে
স্বীয় স্বার্থ আগে।
টাকা পয়সা ভুরি ভুরি
দিব না কানাকড়ি।
যত পাই,আরো চাই
প্রাপ্তির সীমা নাই।
সুখের স্বর্গে বিচরণ,
দুঃখ বিলানো আচরণ।
স্বার্থের কাছে সম্পর্ক ছিন্ন
আপন, পর সবই ভিন্ন।
নয়নে নয়নে মধুর ভাব
একটু ভুলে রূঢ় সংলাপ।
জীবনে লেনদেন চলমান
স্বার্থ কেন্দ্রিক বহ-মান।
গভীর ভাবনায় মনে হয়
স্বামী -স্ত্রী কেউ কারো নয়,
স্বার্থের মোহে গড়েছে সংসার
আঘাত পেলে ভেঙ্গে চুরমার।