অনাকাঙ্ক্ষিত অসময়,উপস্থিত মৃত্যুর লগন,
বিলিয়ে দিয়ে প্রাণ,অসহায় আত্মসমর্পণ।
আমার,আমিত্ব বোধ চলে যাবে কবরে,
কিছুদিন পর পৃথিবী ভুলবে চিরতরে।


ভাবনায় অকুল সাগর,স্বপ্ন পর্বত দিশেহারা,
থর থরে কাঁপছে দেহ,হৃদয় পাগল পাড়া।
সোনা-দানা, সুন্দর বালা খানা,কিছুই নহে সাথী,
কেমন জীবন,হয়েছে গঠন,অসহায় পরিণতি।


খেয়ালীপনায়, পাপের খাতায় যা হয়েছে জমা,
যন্ত্রণাময় শাস্তি হবে, প্রভু না করিলে ক্ষমা।
কম্পিত ছিল ভূমি, শক্তির দাম্ভিকতায়,
ভেঙে অহংকার,শেষে মাটির বিছানায়।


শিক্ষা -দীক্ষা, কর্ম বিলাস,পরিকল্পিত জীবন,
সবকিছুরই ইতি হবে, যখন আসবে মরণ।
অসম,উঁচু-নিচু পৃথিবীর, নির্দিষ্ট এক গতি,
মৃত্যুর কাছে সব অসহায়, হচ্ছে সম পরিণতি।