দেখা হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ
শুনে রক্ত টগবগিয়ে হৃদয় ক্ষুব্ধ।
হায়েনার বুলেটে মরেছে নিরীহ মানুষ
উল্লাসে মত্ত ছিল হানাদার কাপুরুষ।
ইজ্জত নিয়ে খেলেছে ছিনিমিনি খেলা
নিষ্পাপ মা বোনের গায়ে এঁকে কালিমা।
বোনকে তুলে দিয়ে জানোয়ার এর হাতে
ঘৃণিত রাজাকার এর রাজত্ব দুধেভাতে।
ইতিহাস কেড়েছে তাদের মুখের হাসি
বাংলার জমিনে হচ্ছে বিচারে ফাঁসি।


সম্ভ্রম আর তাজা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন
জুলুমবাজ দের অত্যাচারে আজো স্বপ্ন মলিন।
আজো কেন অবাধে ধর্ষণ আর খুন
ভয় আর আতঙ্ক, রজনী নির্ঘুম।
অহরহ ধর্ষণের শিকার দুধের শিশু
স্বাধীন দেশে কেন মানুষ রূপে পশু?
ঘর ও সমাজে শোষণ নির্যাতনে
বন্দি যারা পরাধীনতা র আশ্রমে,
স্বাধীনতা তুমি কবে যাবে সেখানে?