মিন্নির মত আরো গিন্নি রয়েছ যে ঘরে
শিক্ষা নিয়ে সভ্য বাতাস দাও অন্তরে।
সুখে থাকতে ভূতে জ্বালায়
ধ্যান জ্ঞান ষড়যন্ত্র মেলায়।


একটু ভুলে রঙ্গিন স্বপ্ন ভেঙে চুরমার
পথ হারিয়ে শূন্য হস্তে হৃদয় হাহাকার।
নারী তুমি মমতাময়ী
হচ্ছো কেন কলঙ্কিনী?


দু নৌকায় দু পায়ে, চড়ে যারা উল্লাসে
আপসোসে ভুলের মাশুল, বেলা শেষে।
সময় থাকতে আপন পথে
গুন কেন দেহ রথে?


বৈধভাবে স্ব আকাশে মনকে করো তুষ্ট
অবৈধ পাপে জীবন ঘড়ি চিরকাল নষ্ট।
কর্মে ই ফল
সোজা পথে চল।