দুঃখের দামে সুখ চাও
হাসিমুখে থাকতে চাও।
মুখের অন্ন কেড়ে খাও
ভরা পেট সদা চাও।
মাছ খেয়ে কাটা দাও
মাংস খেয়ে হাড্ডি দাও।
যত পারো ব্যথা দাও
কষ্টগুলো সব দাও।
মনের যত যন্ত্রণা আছে
সব পাঠাও দ্রুত কাছে।
সব সুখ বিলিয়ে দিয়ে
বেঁচে থাকা দুঃখ নিয়ে।
বিরতিহীন সুখ চাহিদা
রগে রগে লুট ফায়দা।
বেসুরা গান শুনায়
ঘাপটি মেরে থাকা দায়।
ফাটা বাঁশের মধ্যে পড়ে
হৃদয়ে এখন খুন চড়ে।
মন চাই উড়াল দিতে
অজানা সরল পথে।