তোমরা কি জানো বায়ান্ন এর রক্ত ঝরানোর কথা
তোমরা কি জানো ভাষার জন্য প্রাণ হারানোর ব্যথা
তোমরা কি জানো উনসত্তর আর বাষট্টির আন্দোলন
তোমরা কি জানো বাঙালি মুক্তির ৭ মার্চের ভাষণ।
তোমরা কি জানো একাত্তরের বাঙালি মুক্তি সংগ্রাম
তোমরা কি জানো বাংলা বেতারের প্রয়াস অবিরাম।
তোমরা কি জানো নজরুলের বিদ্রোহী কবিতার সুর
তোমরা কি জানো রবি ঠাকুরের সংগীত কত মধুর!
তোমরা কি জানো নবান্ন উৎসব আর বৈশাখী মেলা
তোমরা কি জানো গোল্লাছুট বউছি আর হাডুডু খেলা
তোমরা কি জানো গোধুলিতে পাখিদের কিচিরমিচির
তোমরা কি জানো সবুজ ঘাসে বিন্দু বিন্দু শিশির।
তোমার কি জানো আঁধারে জোনাকি আলো ছড়ায়
ভুলে যেওনা নিজ অস্তিত্ব বিশ্বায়নের কালো থাবায়।