উপর তলার সাহেব বাবু
রং তামাশায় হাবুডুবু।
টাক মাথার ফন্দি
কতজনা- ই বন্দি।
সাঙ্গ-পাঙ্গ দলে দলে
ঘুরছে পিছে অর্থ বলে।
হামলা মামলা অত্যাচারে
সবকিছু তে সবার উপরে।
বাবু র কথা, না মানিলে
শনি আছে অবোধ কপালে।
ফোকলা দাঁতের বিষে
আগুন ধরে যশে।
গাড়ি বাড়ির নেই অভাব
গরিব ঠকানো চেনা স্বভাব।
সবার বউ একটা
বাবু সাহেবের পাঁচ টা।
তার পরেও সবুর নাই
অন্য দিকে নজর যায়।
বাবু র বিরাজ সর্ব লোকে
কারো দুঃখে কারো সুখে।