হাড় খাটুনি পরিশ্রমে অভাব হয় না দূর
অর্ধাহারে অনাহারে সময়গুলো খুব নিষ্ঠুর।
জীবন যুদ্ধে বেঁচে আছে জরাজীর্ণ শরীরে
মাস যায় বছর যায় ময়লা ছেঁড়া কাপড়ে।
অজপাড়ায় নদীর মাঝে ছোট্ট তাদের বাড়ি
সকাল দুপুর রাত্রি যেন সুখ দুঃখের আড়ি।
ঝড় তুফানে নড়-ভরে ঘর কখন যাবে উড়ে
ছোট বড় সবাই তখন বাঁশের খুঁটি ধরে।
বর্ষা যখন আসে অকুল সাগর চারপাশে
ছোট ছোট ঢেউগুলো সব ভরপুর সর্বনাশে।
ভাংগনে সব ভাংগে সংসার উঠে ডিঙিতে
অল্প দূরে স্কুল মাঠে বসত জুটে মাটিতে।
শুকনো মৌসুমে আবার পাড়ি নিজ ভূমিতে
তিন পুরুষের এমন খেলা লেখা যেন ললাটে।